ইমাম শাফেয়ী ও ভৃত্য

ইমাম শাফেয়ী (রহ) এর বাড়িতে একজন মেহমান আসলেন। প্রচন্ড গরম থাকায় তিনি পানি পানের কথা বললেন। ইমাম সাহেব তার ভৃত্যকে বললেন পানি নিয়ে আসতে। ভৃত্য এখন পানি আনতে পারবে না বলে জানালেন। উক্ত মেহমানের কাছে বিষয়টি বেমানান মনে হল। তিনি ইমাম সাহেব কে বললেন, “আপনার ভৃত্যকে কেন শাসন করেন না”? ইমাম সাহেব বললেন:
“মনিব জালিম হলে ভৃত্য হয় অনুগত আর মনিব দয়ালু হলে ভৃত্য হয় বেয়াড়া। আমিতো ভৃত্যকে অনুগত করতে গিয়ে নিজে জালিম হতে পারি না।” [সংগৃহীত]

এই সহজ কথাটাই মুরুব্বিদের বোঝানো যায়নাঃ কাজের লোকের সাথে দুর্ব্যবহার না করলে হয়তো আমার সংসার একটু কম পরিপাটি হবে, আমার দুটো মাল খোয়া যাবে, কিন্তু তার সাথে জুলুম করে বসলে যে হাশরের ময়দানে সেই হিসেব কড়ায় গণ্ডায় আমাকেই বুঝিয়ে দিতে হবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *